মঙ্গলবার, ২৯ Jul ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
চলতি জুলাই মাসের ২৭ দিনেই প্রবাসী বাংলাদেশিরা ২ দশমিক ০৯৯ বিলিয়ন (২০৯৯ মিলিয়ন) মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৩ দশমিক ৬ শতাংশ বেশি।
সোমবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ২৭ জুলাই পর্যন্ত প্রবাসী আয় এসেছে ২ হাজার ৯৯ মিলিয়ন ডলার। আর ২০২৪ সালের একই সময়ে এসেছিল ১ হাজার ৫৭২ মিলিয়ন ডলার।
শুধু ২৭ জুলাই একদিনেই দেশে এসেছে ১৬৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। ঈদ-পরবর্তী সময়েও প্রবাসী আয়ে এ ঊর্ধ্বগতি ইতিবাচক প্রবণতা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
রেমিট্যান্স প্রবাহে এই শক্তিশালী গতি সামষ্টিক অর্থনীতিতে চাপ কমাতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়বে। এতে টাকার মান কিছুটা হলেও স্থিতিশীল হতে পারে বলে আশা করা হচ্ছে।
ভয়েস/জেইউ।