বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সদরের লিংকরোডে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে ভবন থেকে পড়ে শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী (৪৮) নামে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুলাই) ভোর ৬টার দিকে সদরের লিংকরোড স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্বজনদের দাবি, এটি দুর্ঘটনা নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত মেজবাহ উদ্দিন চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাতারিয়া এলাকার শেখ আমান উদ্দীন চৌধুরীর ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক।

পরিবার নিয়ে তিনি কক্সবাজারের প্রবেশপথ লিংকরোড স্টেশনের একটি চারতলা ভবনে ভাড়া থাকতেন। পাশাপাশি বিসিক শিল্প এলাকায় কাঠ সরবরাহসহ বিভিন্ন ব্যবসায় জড়িত ছিলেন।

শেখ মেজবাহর ব্যক্তিগত ম্যানেজার মো. রাকিব বলেন, ফজরের আজানের পর তিনি মসজিদে নামাজ পড়তে যান এবং নামাজ শেষে বাসায় ফিরে আসেন। এরপর হঠাৎ ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যান। বিষয়টি ভবনের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।

ম্যানেজার রাকিব বলেন, সিসিটিভি দেখে মনে হয়েছে, এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। তাকে হয়তো ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। কারণ পড়ে যাওয়ার পর তার মধ্যে কোনো নড়াচড়া দেখা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান বলেন, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি একটি পরিকল্পিত হত্যা। এ বিষয়টি মাথায় রেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে ভবন থেকে পড়ে যাওয়ার ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, নিচে পড়ার সঙ্গে সঙ্গেই শেখ মেজবাহ উদ্দিন চৌধুরীর শরীর কোনো নড়াচড়া করেনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION