শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রশাসনের নিরবতা: কক্সবাজারে মাদক কেনাবেচায় ‘রাখঢাক’ নেই চট্টগ্রাম ইপিজেডে ১৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে  বহুল প্রত্যাশিত ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর আজ, সংসদ এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা জেলায় সর্বোচ্চ পাস রামু ক্যান্টনমেন্ট কলেজে, সবচেয়ে পিছিয়ে ঈদগাহ কলেজ টেকনাফে পাহাড়ে দুই গ্রুপের গোলাগুলি, আতঙ্কে গ্রামবাসী অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি বন্ধে সরকারের জিরো টলারেন্স নীতি, কঠোর নির্দেশনা জারি জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া স্বাক্ষর করব না: নাহিদ সবাই ব্যস্ত রেখেছে সরকারকে যেন নির্বাচন না হয়: মির্জা ফখরুল এইচএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাসের হার, অর্ধেকেরও কমে নেমেছে জিপিএ-৫ মানবতা অপরাধ: হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন

টেকনাফে পান চাষে বিপর্যয়

ভয়েস নিউজ ডেস্ক:

“২ লাখ ৮০ হাজার টাকা খরচ করে পানের বরজ করেছিলাম। দমকা হাওয়া আর অতিবৃষ্টিতে সব হেলে পড়েছে, পানি জমে গাছ পচে গেছে।” বলছিলেন টেকনাফের মাথাভাঙ্গা এলাকার পানচাষি মোস্তাফিজুর রহমান। তার ১০ শতাংশ জমির মিষ্টি পানের বরজে এখন কেবল ভাঙা কঞ্চি আর নুয়ে পড়া গাছ অবশিষ্ট রয়েছে। অনিয়মিত বৃষ্টিপাত আর প্রবল বাতাসের কারণে এই মৌসুমে আশপাশের প্রায় সব বরজই একই পরিণতির শিকার।

সম্প্রতি কক্সবাজারের টেকনাফ উপকূলীয় এলাকা সরেজমিন ঘুরে দেখা যায়, ওই‌ অঞ্চলে মিষ্টি ও‌ গাছ পান এই দুই ধরনের পান চাষ হয়। উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা, হাজামপাড়া ও মারিশবুনিয়া এলাকায় রয়েছে প্রায় দুই হাজার পানের বরজ। অতিবৃষ্টি ও দমকা হাওয়ায় একের পর এক পানের বরজ হেলে পড়েছে, জমে থাকা পানিতে গাছ পচে নষ্ট হয়ে যাচ্ছে। এতে চাষিদের মুখে চিন্তার চাপ‌ ও হতাশা। তবে কেউ কেউ বিকল্প উপায়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন।

স্থানীয় চাষি মোহাম্মদ ফারুক বলেন, “বরজের চারপাশে দড়ি দিয়ে শক্ত বেষ্টনী তৈরি করলে প্রবল বাতাসের ধাক্কা সামলানো যায়। সঠিক ড্রেনেজ ব্যবস্থা থাকলে অতিবৃষ্টির পানি জমে থাকে না, আর গোড়ায় পলিথিন বিছিয়ে দিলে সহজেই পানি সরিয়ে দেওয়া সম্ভব হয়। এতে একটু বাড়তি খরচ করতে হয়।”

তিনি আরো বলেন, “এখন তো আবহাওয়া অনিয়মিত। কখনো অসময়ে বৃষ্টি, কখনো আবার জোয়ারের লবণাক্ত পানি ঢুকে পড়ে। তাই আবহাওয়ার খবর জেনে পরিকল্পনা করে চাষ করাই একমাত্র উপায়। আমি সেই পথই বেছে নিয়েছি, আর সেইভাবেই পান চাষ চালিয়ে যাচ্ছি।”

কৃষি কর্মকর্তাদের হিসেবে, এ মৌসুমে অতিবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় অধিকাংশ বরজ আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

পান চাষি নূর মোহাম্মদ বলেন, “এবার বরজ আগাম বসাতে পারিনি অতিবৃষ্টির কারণে। সময়মতো পানগাছ লাগাতে না পারায় ফলনও প্রত্যাশার তুলনায় কম হয়েছে। আগাম চাষ করতে না পারায় দামও অনেক কম পাই। যে খরচ ও শ্রমে চাষ করেছি, তা বিক্রির আয়ে কোনোভাবেই পোষাচ্ছে না। খরচ মেটাতে গিয়ে ঋণের বোঝা বাড়ছে। এভাবে চলতে থাকলে আগামী মৌসুমে চাষ চালিয়ে যাওয়া নিয়ে ভাবতে হবে।”

তবে বিশেষজ্ঞরা বলছেন, সনাতনী পদ্ধতির পরিবর্তে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ, আবহাওয়ার পূর্বাভাসের সঠিক ব্যবহার, বরজের ড্রেনেজ উন্নয়ন, গোড়ায় পলিথিন দিয়ে পানি নিয়ন্ত্রণ এবং দমকা হাওয়ায় বেষ্টনী তৈরির মতো উদ্যোগই জলবায়ু সহনশীল চাষে সহায়ক হতে পারে।

টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, “তিন বছর আগে টেকনাফ উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার ৩০ জন চাষিকে বরাদ্দ প্রদান ও আবহাওয়াভিত্তিক পরিকল্পনার মাধ্যমে পান চাষে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তবে বর্তমানে বরাদ্দ সংকটের কারণে প্রশিক্ষণ কার্যক্রম কিছুটা কমে গেছে। তবুও উপজেলার বিভিন্ন এলাকায় নিয়োজিত কৃষি কর্মকর্তারা নিয়মিত পান চাষিদের দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়ে যাচ্ছেন।”

কক্সবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. বিমল কুমার প্রমাণিক বলেন, “এক বছরে বিভিন্ন দুর্যোগে কক্সবাজার জেলায় প্রায় ৫ হেক্টর পান বরজ নষ্ট হয়েছে। কিছু এলাকায় প্রবল বাতাস ও লবণাক্ত পানি প্রবেশের কারণে পান গাছের ক্ষতি এখনও চলছে। এটি জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব। মৌসুমি বৃষ্টিপাত ও জোয়ারের ধরন বদলে যাওয়ায় টেকসই পান চাষের জন্য কৃষকদের দ্রুত পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নতুন পদ্ধতি ও পরিকল্পনা নিয়ে চাষাবাদ করতে হবে।”

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ জেলায় পান চাষের জমির পরিমাণ ২৮৫৫ হেক্টর। তার মধ্যে সবচেয়ে বেশি মহেশখালী উপজেলায় ১৬০০ হেক্টর, টেকনাফ উপজেলায় ৫৭০ হেক্টর। এছাড়াও রামুতে ২০০ হেক্টর, চকরিয়ায় ৫০ হেক্টর, পেকুয়ায় ২০ হেক্টর, সদর উপজেলায় ৮৫ হেক্টর এবং উখিয়ায় ৩০ হেক্টর।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION