সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

‘নিশ্চিতভাবে বলছি, এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে না’

খেলাধুলা ডেস্ক:
ভারত বনাম পাকিস্তানের রোমাঞ্চকর ক্রিকেট লড়াই দেখতে সারাবিশ্বের ক্রিকেটপ্রেমীরা এসিসি কিংবা আইসিসির ইভেন্টগুলোর দিকেই তাকিয়ে থাকে। যেমনটা সবার আগ্রহ এখন আগামী মাস থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে একাধিকবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান। কিন্তু খোদ ভারতের সাবেক ক্রিকেটার কেদার যাদব মনে করছেন, এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলবে না ভারত!

গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার প্রতিবাদে পাকিস্তানের বিপক্ষে কোনো মঞ্চেই না খেলার কথা শোনা গিয়েছিল ভারতের ক্রিকেটাঙ্গনে। সম্প্রতি শেষ হওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টের গ্রুপ পর্ব ও সেমিফাইনালে ভারত চ্যাম্পিয়নস পাকিস্তান চ্যাম্পিয়নসের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানায়। যদিও এটা আইসিসি কিংবা এসিসি দ্বারা অনুমোদনপ্রাপ্ত কোনো টুর্নামেন্ট ছিল না।
‘ফর্ম-ফিটনেস জরুরি নয়, বিশ্বকাপে মেসির মাঠে থাকাটাই যথেষ্ট’‘ফর্ম-ফিটনেস জরুরি নয়, বিশ্বকাপে মেসির মাঠে থাকাটাই যথেষ্ট’
এরপর থেকে পাকিস্তানের বিপক্ষে না খেলার দাবি আরও জোরালো হয়েছে। ভারতের অনেক সাবেক ক্রিকেটারই পাকিস্তানের বিপক্ষে না খেলার পক্ষে মত দিয়েছেন। তেমনই সাবেক স্পিনার কেদার যাদব এএনআইকে বলেছেন, ‘আমার মনে হয় না ভারতের এই ম্যাচ খেলা উচিত। আমার বিশ্বাস তারা খেলবে না। পাকিস্তানের বিপক্ষে ভারত যেখানেই খেলুক, জিতবেই। কিন্তু এই ম্যাচটা একেবারেই হওয়া উচিত নয়। আমি নিশ্চিতভাবে বলতে পারি, ম্যাচটা হবে না।’

এদিকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী অবশ্য মনে করছেন, ভারত ম্যাচ বর্জন করলেই পাকিস্তানের জন্যই ভালো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর তিনি নিজের ইউটিউব চ্যানেলে বলেছিলেন, ‘আমি দোয়া করি, এশিয়া কাপে ভারত যেন আমাদের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়, ঠিক যেভাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে করেছে। তারা এত মার দেবে যে তা ভাবাও যায় না।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION