সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
বার্সেলোনা থেকে ইন্টার মায়ামি- ক্লাব ফুটবলে দীর্ঘ সময় কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এবং উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। কাতালান ক্লাবটিতে নেইমারসহ আক্রমণভাগের এই ত্রয়ীকে বলা হতো ‘এমএসএন’। ক্যারিয়ারের শেষপ্রান্তে থাকা সুয়ারেজ তার প্রিয় বন্ধু মেসির সঙ্গেই অবসর নিতে চান।
টাইগ্রেসের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচের আগে নিজের ভবিষ্যৎ নিয়ে সুয়ারেজ বলেন, ‘আমরা দুজনই এখন এমন অবস্থায় আছি, যেখানে আমাদের সিদ্ধান্ত নিতে হবে নিজেদের ও পরিবারের কথা ভেবে। অবশ্যই আমি তার (মেসি) সঙ্গে বিদায় নিতে চাই, এটা বহু বছর ধরে বলে আসছি। কিন্তু শেষ পর্যন্ত বিষয়টা নির্ভর করবে আমাদের ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর। আমি এখানে (মায়ামি) সুখী, শারীরিকভাবে ভালো আছি। আর যদি ক্লাব চায় আমি এখানেই বিদায় নেই, তবে কোনো সমস্যা নেই।’
‘আমরা ক্ষুধার্ত, তোমরা খেলতে এসো না’ –মেসিদের কাছে জনতার অনুরোধ‘আমরা ক্ষুধার্ত, তোমরা খেলতে এসো না’ –মেসিদের কাছে জনতার অনুরোধ
৩৮ বছর বয়সী উরুগুয়ের তারকা আরও বলেন, ‘আমি জানি, আমি আরও ভালো পারফর্ম করতে পারি, দলের জন্য আরও অবদান রাখতে চাই। কিন্তু ফুটবলে সবসময় পরিস্থিতি অনুকূলে থাকে না। আমি আত্মসমালোচনা করি, তবে আসল বিষয় হলো ইন্টারকে এগিয়ে নিতে ভূমিকা রাখা, ম্যাচ ও শিরোপা জেতা। ব্যক্তিগতভাবে কী হবে সেটা পরে দেখা যাবে। ফুটবলে কিছুই নিশ্চিত নয়। আপাতত আমি এই সময়টা উপভোগ করতে চাই, তারপর দেখা যাবে ভবিষ্যৎ কী নিয়ে আসে।’
সুয়ারেজ অবশ্য স্বীকার করেছেন যে, দীর্ঘ বিরতির পর মৌসুম শুরুতে তার শরীরের মানিয়ে নিতে কষ্ট হয়েছে। তার ভাষায়, ‘যত বেশি ম্যাচ খেলবে, শরীর তত ভালোভাবে মানিয়ে নেয়। আমি কখনোই ব্যস্ত সূচি নিয়ে সমস্যায় পড়িনি। ফুটবলাররা এর জন্যই তৈরি থাকে। কারণ, খেলাটাই আমরা সবচেয়ে বেশি উপভোগ করি। ভালো-মন্দ দুটো সময়ই গেছে। সৌভাগ্যবশত হাঁটুর চোট নিয়েও আমি সবসময় প্রস্তুত থেকেছি।’
সুয়ারেজ আরও জানান, ইন্টার মায়ামির দলে দারুণ বন্ধুত্বপূর্ণ পরিবেশ বিরাজ করছে, ‘বন্ধুদের সঙ্গে এই মুহূর্তটা ভাগাভাগি করা অসাধারণ। অনেকে বলে এমএলএসে খেলোয়াড়রা অবসর নিতে আসে, আসলে তা নয়। আমরা কঠোর পরিশ্রম করি। প্রতিদ্বন্দ্বিতা আমাদের ডিএনএতেই আছে, যা আমাদের সবসময় জয়ের অনুপ্রেরণা দেয়। এটাই আমাদের ক্যারিয়ারের শীর্ষে নিয়ে গেছে। লিও আর আমি সবসময় একসঙ্গে ক্যারিয়ার শেষ করার কথা ভেবেছি, তাই এখন শুধু উপভোগ করছি।’
ভযেস/আআ