বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
রামুতে পান্জেগানা-সোনাইছড়ি সড়ক থেকে এক লাখ ৩০ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে রামু থানা পুলিশ।
মঙ্গলবার (২সেপ্টেম্বর) দুপুরে পান্জেগানা বাজারের পূর্বপাশে ঘোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক ও সাথে থাকা মোটরবাইক জব্দ করে পুলিশ।
আটক যুবক আবু তাহের রাজাপালং ইউনিয়নের গিলাতলী এলাকার মৃত সুলতান আহমদের পুত্র।
রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ জানান, পান্জেগানা-সোনাইছড়ি সড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি বাইক নিয়ে পালানোর সময় আটক করা হয়।
পরে স্থানীয়দের উপস্থিতিতে বাইকে থাকা বস্তা তল্লাশি করে এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রামু থানায় মাদক মামলা রুজু করা হবে।
ভয়েস/জেইউ।