বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রোহিঙ্গা ক্যাম্পে রাস্তায় গড়ে উঠা ৪০টি অবৈধ দোকানপাট উচ্ছেদ

ভয়েস প্রতিবেদক:

টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাটে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে অবৈধভাবে রাস্তার উপর গড়ে উঠা ৪০টি দোকানপাট সরানো হয়। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে এ অভিযান চালানো হয়। এই অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্প-২৬ এর নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পের ক্যাম্প-ইন-চার্জ (যুগ্মসচিব) আবদুর হান্নান। এসময় উপস্থিল ছিলেন টেকনাফ নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের কর্মরত সহকারী পুলিশ সুপার মো. হাসান হাফিজুর রহমান।

ক্যাম্প-ইন-চার্জ আবদুর হান্নান বলেন, ‘ক্যাম্পের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সভায় উঠে এসেছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযানকালে ক্যাম্পে রাস্তার উপর গড়ে উঠা অবৈধ দোকানপাট বাঁধা হয়ে দাড়িঁয়েছে। ফলে বৈঠকে সিদ্ধান্ত আসে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে। তারই সুত্র ধরেই এপিবিএনের সহতায় ক্যাম্পের বিভিন্ন ব্লকে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। এসময় রাস্তার উপর গড়ে উঠা অবৈধ ৪০টি দোকানপাট উচ্ছেদ করা হয়। এছাড়া অটোরিকশা ও সিএনজির নিয়ন্ত্রণহীন চলাচলসহ রেশনপণ্য অবৈধ কেনাবেচা বন্ধে আমরা কাজ করছি। পাশাপাশি ক্যাম্পের কাঁটাতারের মেরামতের চলবে।

এ বিষয়ে ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার বলেন, ‘ক্যাম্পে উচ্ছেদ অভিযানে আমরা সিআইসিকে সহতায় করেছি। পাশাপাশি ক্যাম্পে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে আমরা কাজ করে যাচ্ছি।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION