শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
চকরিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শাহাদাত বরণকারী সকল শহীদদের মাগফেরাত কামনায় ১ হাজার ১ জন আলেম হাফেজ কে দিয়ে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এই খতমে কোরআনে চকরিয়ার বিভিন্ন মসজিদ মাদ্রাসার ১ হাজার ১ জন হাফেজ আলেম অংশগ্রহণ করেন।
স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী,জেলা আওয়ামী লীগ নেতা আমিনুর রশিদ দুলাল, সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও হাজার ১৯৭১ সালের ১৫ ই আগস্ট শাহাদাতবরণকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ও দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ভয়েস/আআ