বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

তামিমসহ আরো যারা বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন

খেলাধুলা ডেস্ক :

প্রার্থিতা বাতিলের শেষ দিন চলমান। আজ সকালে সবাইকে চমকে দিয়েই নির্বাচন থেকে সরে দাঁড়ান তামিম ইকবাল খান। এরপর একে একে এখন পর্যন্ত আরো ১৪ জন প্রার্থী নির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছেন।আজ দুপুর ১২টা পর্যন্ত বিসিবি নির্বাচনের পরিচালক পদের প্রার্থিতা বাতিলের শেষ সময় ছিল। কিছুক্ষণ বাদেই দুপুর ২টায় চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা রয়েছে।

আজ সকাল দশটার দিকে মিরপুরে হাজির হোন তামিম। জোর গুঞ্জন ছিল প্রার্থিতা প্রত্যাহার করতেই মিরপুরে হাজির হয়েছেন তিনি। শেষমেশ তাইসত্যি হলো। তামিমের প্রার্থিতা প্রত্যাহারের দিনে সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামানের মতো হেভিওয়েট প্রার্থিরাও পরিচালক পদে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

এদিকে গতকাল তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সৈয়দ হাসান যুবায়েরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আর এরপরেই তামিম নিজের কথা জানিয়ে দেন। নির্বাচন থেকে সরে দাঁড়ান বাংলাদেশের সাবেক এ অধিনায়ক। নিজের প্রার্থিতা বাতিল করে সাংবাদিকদের তামিম বলেন, ‘এটা কোন নির্বাচনই না। ক্রিকেটের সঙ্গে এটা কখনো মানায় না। বিসিবির ইতিহাসে এটা কালো দাগ হয়ে থাকলো। আমিসহ প্রায় ১৪ থেকে ১৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। প্রত্যাহারের কারণটা খুবই স্পষ্ট। আমার কাছে মনে হয় না বিস্তারিতভাবে আপনাদের কিছু বলার দরকার আছে। নির্বাচন কোন দিকে যাচ্ছে, এই জিনিসটা এখন পরিষ্কার। যখন যেমন মনে হচ্ছে, যখন যা মনে হচ্ছে। তখন তা করা হচ্ছে’।

এখন পর্যন্ত যারা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন-
১. তামিম ইকবাল (ওল্ডডিওএইচএস) ২. রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা ক্রীড়াচক্র) ৩. মাসুদুজ্জামান মাসুদ (মোহামেডান) ৪. সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স) ৫. মির হেলাল (চট্টগাম জেলা) ৬. সৈয়দ বুরহান হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি) ৭. ইসরাফিল খশরু (এক্সিউম ক্রিকেটার্স) ৮. সাব্বির আহমেদ রুবেল (প্রগতি সেবা সংঘ) ৯. তৌহিদ তারেক (পাবনা) ১০. অসিফ রাব্বানী (শাইনপুকুর) ১১. সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর (ক্যাটাগরি-৩) ১২. ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং) ১৩. ফাহিম সিনহা (সুর্যতরুণ) ১৪. সাইফুল ইসলাম সপু (গুপিবাগ ফ্রেন্ডস) ১৫. ওমর শরীফ মোহাম্মদ ইমরান (বাংলাদেশ বয়েজ)।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION