বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০১:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিএনপি সংখ্যালঘু শব্দটা বিশ্বাস করে না: ড. মঈন

ভয়েস নিউজ ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি সংখ্যালঘু ও সংখ্যাগুরু এসব শব্দ বিশ্বাস করে না। তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা সবাই বাংলাদেশি। আমরা সবাই সমান।

বুধবার সন্ধ্যায় নরসিংদীর পলাশ বাজার সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় কালে ড. মঈন এসব কথা বলেন।

বর্ষীয়ান রাজনীতিবিদ মঈন খান বলেন, ফ্যাসিবাদ দূর হবার পর আমরা বিশ্বাস করি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্র ফিরে আসবে। গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ জীবন দিয়েছে। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম দেশের দরিদ্র মানুষদের শোষণ থেকে মুক্ত করার জন্য।

তিনি বলেন, দূর্গাপূজার মূল বার্তা উপলব্ধি করতে হবে। বছরে একবার মা দুর্গা আসেন পৃথিবীতে বছরের পাপ-জঞ্জাল দূর করে দেওয়ার জন্য। তেমনি অসুরের রুপেও কিছু মানুষ পৃথিবীতে আসে অন্যায় অবিচার করতে। তাই এখান থেকে শিক্ষা নিয়ে সকল অবিচারের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতি প্রমুখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION