সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
পরিসংখ্যান দিবস উপলক্ষে কক্সবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
” সবার জন্য মানসম্মত পরিসংখ্যান “এ প্রতিপাদ্যে সোমবার সকালে জেলা প্রশাসনের সহযোগীতায় ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইমরান হোসাইন সজীব।
এসময় জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো: তানজিব হাসান ভূঁইয়াসহ কার্যালয়ের উপজেলা ও সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে জেলা পরিসংখ্যান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে সভাপতিত্ব করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো: তানজিব হাসান ভূঁইয়া।সভাপতির বক্তব্যে তিনি বলেন,টেকসই উন্নয়নের ভিত্তি গড়তে হলে প্রয়োজন সঠিক, নির্ভুল ও মানসম্মত পরিসংখ্যান। কারণ সঠিক তথ্য ব্যতীত কোন পরিকল্পনা, বাস্তবায়ন ও অগ্রগতি মূল্যায়ন সম্ভবপর হয় না।
সভায় চকরিয়া উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মহি উদ্দিন, সদর ও ঈদগাঁও উপজেলার পরিসংখ্যান তদন্তকারী মো. মিছবাহুল ইসলাম মুন্না, উখিয়া উপজেলা পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা রাসেল উদ্দিন, রামু উপজেলা পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা মশিউর রহমান,মহেশখালী উপজেলা পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা মো আবদুর রহিম, পেকুয়া উপজেলা পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা পবণ কর্মকার, কুতুবদিয়া উপজেলা পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা মিনহাজুল ইসলাম, টেকনাফ উপজেলা পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা নুরুল আবছার, জেলা অফিসের পরিসংখ্যান সহকারী মিনহাজুল হক, মুর্শেদ আলম নূরী, ফারুকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ভয়েস/জেইউ।