মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বাংলাদেশ চিপস জিওপলিটিক্সে কোথায় ২৯ বছর পর সালমান শাহ হত্যায় স্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার রামুর জোড়া শিশু হত্যা মামলায় ৫ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন কক্সবাজার রেলস্টেশন পরিচালনা যাচ্ছে বিদেশিদের হাতে শহরের অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারী আটক, মোবাইল ও বাইক জব্দ টেকসই উন্নয়নের ভিত্তি গড়তে হলে প্রয়োজন সঠিক, নির্ভুল ও মানসম্মত পরিসংখ্যান গণঅভ্যুত্থানের পর রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন: মির্জা ফখরুল জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে থাকবে ১ লাখ সেনা, দেড় লাখ পুলিশ: ইসি সচিব দ্বীনের দাওয়াতে আধুনিক প্রযুক্তির জ্ঞান জরুরি

২৯ বছর পর সালমান শাহ হত্যায় স্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে দায়ের হলো হত্যা মামলা। আদালতের নির্দেশে এ মামলায় প্রধান আসামি করা হয়েছে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হককে। তার পাশাপাশি ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও কিছু ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর রমনা মডেল থানায় মামলাটি করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম।

এর আগে একই দিন ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক সালমান শাহর মৃত্যুর ঘটনাটি ‘অপমৃত্যু’ নয়, ‘হত্যা’ হিসেবে বিবেচনায় নিয়ে পুনঃতদন্তের নির্দেশ দেন। আদালতের এই নির্দেশের ২৪ ঘণ্টা না পেরোতেই দায়ের হয় মামলাটি।

বাদী আলমগীর কুমকুম বলেন, ‘সালমান শাহর বাবা একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি তার ছেলের মৃত্যুকে অপমৃত্যু নয়, হত্যা হিসেবে প্রমাণ করতে বহু চেষ্টা করেছেন। দুঃখজনকভাবে সে চেষ্টা করতে করতে উনিও মৃত্যুবরণ করেন। আজ এত বছর পর আদালতের আদেশে আমরা হত্যা মামলা দায়ের করতে পারলাম। ইনশাআল্লাহ, একদিন সত্য প্রমাণ হবে।’

মামলা দায়েরের পর বাদীপক্ষের আইনজীবী ও স্বজনরা জানান, তারা দীর্ঘ ২৯ বছর ধরে সালমান শাহকে হত্যা করা হয়েছে বলে দাবি করে আসছিলেন। পিবিআই তাদের চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে মত দিলেও, তার পরিবার তা মানতে নারাজ ছিলেন।

উল্লেখ, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। তৎকালীন সময়ে ঘটনাটি আত্মহত্যা হিসেবে রেকর্ড করা হয় এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের চূড়ান্ত প্রতিবেদনে আত্মহত্যার কথা জানায়। তবে সালমান শাহর মা নীলা চৌধুরী এই ব্যাখ্যা বরাবরই প্রত্যাখ্যান করে আসছেন এবং দাবি করে আসছেন যে, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

সালমান শাহর পরিবারের রিভিশন আবেদনের পর আদালত মামলাটির পুনঃতদন্তের আদেশ দেন এবং রমনা থানা পুলিশকে তদন্তের নির্দেশনা দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, সালমান শাহর মৃত্যুর তদন্তে পদে পদে দায়িত্বজ্ঞানহীনতা ও অবহেলা করা হয়েছে। সেই মন্তব্যের ভিত্তিতেই মামলাটি পুনরায় খতিয়ে দেখা শুরু হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION