মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস

ভয়েস প্রতিবেদক:

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস—পৃথিবীর মানচিত্রে স্বাধীন ভূখণ্ড হিসেবে ‘বাংলাদেশ’ নাম প্রতিষ্ঠার মাইলফলকের দিন। ১৯৭১ সালে মার্চ মাস থেকে টানা ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। পৃথিবীর বুকে খচিত হয় একটা নাম ‘বাংলাদেশ’।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একাত্তরের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের পর ২৫ মার্চে গণহত্যা শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী। ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়।

এই বিজয়ের আনন্দের দিনে জাতি গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধায় স্মরণ করবে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের। রাজনৈতিক পটপরিবর্তনে কিছুটা ভিন্ন প্রেক্ষাপটে দ্বিতীয়বারের মতো পালিত হচ্ছে বিজয় দিবস। ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। প্রতিরোধের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যেতে বাধ্য হন। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী এই দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION