মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
চট্টগ্রাম ব্যুারো:
যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভির্যপূর্ণ পরিবেশে চট্টগ্রাম লোকজ শিল্পী গোষ্টির উদ্যোগে স্বাধীন বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট (শনিবার) বিকালে নগরীর কাতালগঞ্জ কবির ম্যানশনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে চট্টগ্রাম লোকজ শিল্পী গোষ্টি বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল সকালে সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পাঞ্জলি অর্পণ। বিকালে দোয়া মাহফিল. বঙ্গবন্ধু স্বরণে ৩০ সেকেন্ড দাড়িয়ে নিরবতা পালনও সর্বশেষে শোকসভা অনুষ্টিত হয়। শোক সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও পরিচালক দেবাশীষ চৌধুরী।
তিনি বলেন বঙ্গবন্ধু ও বাংলাদেশ-মুদ্রার এপিঠ-ওপিঠ। যাঁর জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হতো না। আজ থেকে শতবর্ষ পূর্বে এক অজপাড়া গাঁয়ে জন্মেছিলেন হাজার বছরের এ শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বৃটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলনসহ স্বাধীনতা আন্দোলনে মহান মুক্তিযুদ্ধের এ মহানায়ক যখনই যুদ্ধ বিধ্বস্ত নবসৃষ্ট বাংলাদেশকে পুনর্গঠন করছিলেন, ঠিক তখনই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে হায়েনার দল। তিনি আরো বলেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মূল্য উদ্দেশ্য ছিলো বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর নাম চিরতরে মুছে ফেলা। কিন্তু বাংলাদেশের জনগণের অকৃত্রিম ভালোবাসায় ২০০৮ সাল থেকে জাতির পিতার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে সামনের দিকে। বর্তমানে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবেই। তিনি বলেন আজ এখানে এসে এত শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গুনীজন ও সমাজের আলোকিত মানুষদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন কবতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।
আলোচনার আগে জাতীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
সংগঠনের সভাপতি নাছির আহমদ খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক আশীষ চন্দ্র নন্দীর সঞ্চালনায় অন্যানের মধ্যে আলোচনায় অংশ নেন সংগঠনের কার্যকরী সভাপতি মিলন আচার্য্য, ভট্টাচার্য্য, দি এশিয়ান এইজের সাংবাদিক বশির আলমামুন, সদস্য মো. সাইফুদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক সুকুমার দে, সাংগঠনিক সম্পাদক গীতা আচার্য্য, সদস্য অর্থী ভট্টাচর্য প্রমূখ। সভাশেষে মুজিব স্বরণে কে যাচ্ছে ভাটি গাঙের নাইয়ে একটি গান পরিবেশন করেন মিলন আচার্য্য।
ভয়েস/জেইউ।