শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
বন-জঙ্গল-মরুভূমি বা সাগর কোথায় অ্যাডভেঞ্চার করেননি বিয়ার গ্রিলস! সঙ্গে থাকে ন্যূনতম উপকরণ। আর খাবার হিসেবে যা গ্রহণ করেন, তা দেখে অনেকেই টিভি স্ক্রিন থেকে খানিকক্ষণের জন্য খুব ফিরিয়ে নিতে বাধ্য হন।এবার সেই বিয়ার গ্রিলসের মুখোমুখি হলেন অক্ষয় কুমার। বলিউডের ‘খিলাড়ি’ বাধ্য হলেন হাতির মলের চা খেতে।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেছেন অক্ষয়। সেই সঙ্গে জানালেন এ চাঞ্চল্যকর তথ্য। গ্রিলসের দুঃসাহসিক অভিযানের সঙ্গী হয়ে হাতির মল দিয়ে তৈরি চা খেয়েছিলেন তিনি। যা আন্তর্জাতিক অ্যাডভেঞ্চার স্টার পর্যন্ত মুখে তুলতে পারেননি, তা-ই বিনা দ্বিধায় খেয়েছেন অক্ষয়। নিজেই দাবি করেছেন।
এটা পুরোনো খবর যে, ‘ইনটু দ্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’-এর সঙ্গী হয়েছেন অক্ষয়। সেখানেই এ ঘটনা। তাদের এই অভিযান ডিসকভারি প্লাসে দেখা যাবে ১১ সেপ্টেম্বর রাত সাড়ে আটটায় আর ডিসকভারিতে ১৪ সেপ্টেম্বর একই সময়ে।
গত বছর বিয়ার গ্রিলসের শো-এ অতিথি হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে তারা সময় কাটান। তারপরই গ্রিলসের সঙ্গে রজনীকান্ত যান বান্দিপুরের টাইগার রিজার্ভে। সেই বান্দিপুরেই জানুয়ারি মাসে বিশেষ এই অ্যাপিসোডের শুটিং করেন অক্ষয়।
ভয়েস/আআ