শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৪:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মৌন মানববন্ধন

বলরাম দাশ অনুপম:
বীর উত্তম মেজর জেনারেল (অব.) সি আর দত্তের শেষ কৃত্যানুষ্ঠানকালে মৌন মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেল ৩টায় কক্সবাজার পৌরসভার সামনে এই কর্মসূচি পালন করে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও সহযোগি সংগঠন।

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু ও সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দনের নেতৃত্বে অনুষ্ঠিত এই মৌন মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন-সভাপতিমন্ডলীর সদস্য উদয় শংকর পাল মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ পরিমল কান্তি দাশ, স্বপন গুহ, আইনজীবি ঐক্য পরিষদের আহবায়ক এডভোকেট অনিল বড়ুয়া, সদস্য সচিব এডভোকেট বাপ্পী শর্মা, সদর উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অজয় আচার্য্য, পৌর শাখার সাধারণ সম্পাদক সাগর পাল সাজু, তপন ধর, রতন মল্লিক, প্রকাশ সিকদার, এডভোকেট রবীন্দ্র দাশ, এডভোকেট উজ্জ্বল দাশ, এডভোকেট টুলটুল পাল, শিউলি শর্মা, উৎসবময় চৌধুরী, শুভ দত্ত বড়ুয়া, স্বপন বড়ুয়া, জ্যোতি মল্লিক বাবু, মাস্টার সুমন শর্মা, সুমন চৌধুরী, বিকাশ কান্তি সুশীল, লালন পাল, রাজু পাল, যুব ঐক্য পরিষদের প্রিতম ধর, সুজন শর্মা জন, অরুপ দে, সুজন সাহা, প্রতাপ শর্মা, রিপন মল্লিক, আকাশ দাশ, ছাত্র ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক জয়রাম দে, সদস্য সচিব জয় বড়ুয়া, অমিত বড়ুয়া, অপূর্ব বড়ুয়া।

এসময় এই কর্মসূচিতে সমর্থন জানিয়ে মৌন মানববন্ধন কর্মসূচি পালন করে পলাশ সুশীল, সাংবাদিক শিপন পাল ও সুজন চক্রবর্তীর নেতৃত্বে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION