মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন
বশির আলমামুন, চট্টগ্রাম ব্যুরো:
মধ্যে দ্বিতীয় দফায় চট্টগ্রামের কালুরঘাট রেলসেতু সংস্কারের উদ্যোগ নিয়েছে রেলওয়ে কতৃপক্ষ। এক মাস না যেতেই সেতুতে বড় বড় গর্ত সৃষ্টি, পাটাতন উঠে যাওয়া এবং রেলিং ভেঙে পড়ায় ফের সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ৫ দিন যান চলাচল বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান জানান, কালুরঘাটের ব্রিজে ফের মেরামতের জন্য রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল ৫ দিন বন্ধ থাকবে। ৯০ বছর বয়সী মেয়াদোত্তীর্ণ সেতুর ওপর দিয়ে ঝুঁকি ও ভোগান্তি মাথায় নিয়ে দিনে ৫০০ যানবাহনসহ প্রায় ১ লাখ লোক এই সেতু ব্যবহার করছে। বোয়ালখালী ও পটিয়ার তিন ইউনিয়নের প্রায় ২০ লাখ মানুষ এই সেতুর ওপর সরাসরি নির্ভরশীল।
এ ছাড়া দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন রুটের গাড়িও এই সেতু দিয়ে বিভিন্ন সময় চলাচল করে। সেতুর পূর্ব পাড়ে বোয়ালখালী অংশে প্রায় ৫০টি কলকারখানা রয়েছে। সেতু নড়বড়ে হওয়ায় এসব কারখানা পণ্য পরিবহন করতে পারে না। এসব এলাকার মানুষজনের দীর্ঘদিনের দাবি একটি ব্রিজ নির্মাণ।
ভয়েস/জেইউ।