মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন
চট্টগ্রাম ব্যুরো:
নিখোঁজের একদিন পর নিজ বাড়ির পুকুরেই ভেসে উঠলো চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর বড় ভাই আবুল ওয়াফা মো. শাহাবুদ্দীনের মৃতদেহ।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে সাতকানিয়া উপজেলার মাদার্শা গ্রামের নিজ বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নদভীর ভাতিজা ও মাদার্শার চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী বলেন, ‘মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে চাচাকে পাওয়া যাচ্ছিল না। আমরা শুনেছি তিনি পাহাড়ে গিয়েছেন। তাই আমরা সারারাত তাকে পাহাড়ে খোঁজাখুঁজি করেও পাইনি। আজ (বুধবার) ভোরে লাশ পেলাম পুকুরে।’
ভয়েস/জেইউ।