শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রাজাপালং ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে হুমায়ুন কবির চৌধুরীর প্রার্থীতা বাতিল

ভয়েস প্রতিবেদক:

উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির চৌধুরীর মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং অফিস।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে হুমায়ুন কবির চৌধুরীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দীন জানান, আপিল শুনানির মাধ্যমে আইন অনুযায়ী কাগজপত্র গরমিল থাকায় হুমায়ুন কবির চৌধুরীর প্রার্থীতা বাতিল করা হয়।

চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির চৌধুরীর মনোনয়নের বৈধতার নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে আপিল করেন সাদমান জামী চৌধুরী।

তিনি দাবী করে বলেন, উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা শেখ মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যপনা থেকে হুমায়ুন কবির চৌধুরীর অব্যাহতি নেওয়ার প্রক্রিয়া আইন বহির্ভূত এবং বিধি সম্মত নয়। জেলা নির্বাচন অফিসে আপিল করলে তার পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী হুমায়ুনের প্রার্থীতা বাতিল করা হয়।

হুমায়ুন কবির চৌধুরীর প্রার্থীতা ফিরে পেতে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হবেন বলে জানা যায়।

চেয়ারম্যান পদশূন্য হওয়ায় ২৭ জুলাই ইভিএমে উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপ নির্বাচন।

এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, রাজাপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহকামাল চৌধুরীর ছেলে সাদমান জামী চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল আলম কন্ট্রাক্টর, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল হোসাইন মিথুন ও উখিয়া সদরের ব্যবসায়ী আব্দুল মালেক চৌধুরী।

সাদমান জামি চৌধুরীর ২০২১ সালে একই ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। সেসময় হুমায়ুন কবির চৌধুরীর ছোট ভাই নব নির্বাচিত উখিয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর কাছে পরাজিত হন।

রোহিঙ্গা সংকট সহ নানা কারণে ভৌগোলিক গুরুত্ব থাকা রাজাপালং ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪২,৫৯৮ জন, যার মধ্যে ২২,১৮৭ জন পুরুষ ও ২০,৪১১ জন মহিলা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION