রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৮ অপরাহ্ন
ক্রীড়া প্রতিবেদক:
কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্ট।
গতকাল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চারদিনব্যাপী এই টূর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাপ্তি চাকমা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনছুর আলী চৌধুরী,জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈনুদ্দিন মিল্কীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এতে বালক-বালিকা গ্রুপে ৮টি উপজেলার বিজয়ী প্রাথমিক বিদ্যালয় দলগুলো অংশগ্রহণ করছে।
উদ্বোধনী খেলায় বালক গ্রুপে চকরিয়া বি, এম,চর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৭-৬ গোলে টেকনাফ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
অপরদিকে বালিকা গ্রুপে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে টেকনাফ উপজেলার শামলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
ভয়েস/আআ