বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
দখল মুক্ত করা হয়েছে হাতির অভয়ারণ্য। যৌথ অভিযান চালিয়ে বনের ২৫ একর এলাকার অবৈধ দখল মুক্ত করেছে কক্সবাজারের জেলা প্রশাসন-বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করার পদক্ষেপ নেয়া হচ্ছে জানালেন সংশ্লিষ্ট প্রশাসন।
বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কক্সবাজার সদর উপজেলার ঝিলংজার লিংকরোড মনুরঘোনা এলাকায় ঝিলংজা মৌজার ২৫০১০ দাগে এ অভিযান পরিচালনা করা হয়।
কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার মুক্তার এর নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’ এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, হিমছড়ি জাতীয় উদ্যানের গহীন বনে লতাগুল্ম ও জীববৈচিত্র্যসমৃদ্ধ ঘন বনের হাতির অভয়ারণ্য ধ্বংস করে বাণিজ্যিক খামার গড়ে তোলে একটি দখলবাজ চক্র। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে দেওয়া হলে উচ্ছেদ অভিযান চালিয়ে তা দখলমুক্ত করা হয়। তিনি দখলমুক্ত এলাকায় ফের বনায়নের দাবি জানান।
কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার মুক্তার জানান, জেলা প্রশাসকের নির্দেশে অভিযান চালিয়ে ২৫ একর ভূমি দখলমুক্ত করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক শেখ মো. নাজমূল হুদা বলেন, পাহাড় কাটা, বাঁধ দেওয়া, প্রাকৃতিক জলাধার ধ্বংসের দায়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের লিংকরোড বন বিটের মনুরঘোনা এলাকার গহীন বনে হাতির অভয়ারণ্য (হাতির ডেরা) ধ্বংস করে বাঁধ দিয়ে মাছ চাষ, গরু-ছাগল-হাঁস-মুরগির খামার গড়ে তোলে একটি দখলবাজ চক্র। সেখানে বনের ৫ হাজার গাছও কেটে নেয় চক্রের সদস্যরা।
ভয়েস/জেইউ।