শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
জেলার স্বনামধন্য বিদ্যাপীট কক্সবাজার পৌর প্রি প্যারাটরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্ষন শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হচ্ছে ফুটবল উৎসব। ২০২১ সালে জানুয়ারির প্রথম সপ্তাহে এ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে প্রাক্তন শিক্ষার্থীরা। সকল প্রাক্তন ছাত্রদের অংশগ্রহণে এ টুর্নামেন্ট মিলনমেলায় পরিণত হবে বলে মনে করছেন, প্রাক্তন শিক্ষার্থীরা। তাই আর দেরীনা করে দ্রুত সময়ের মধ্যে নিবন্ধন প্রক্রিয়াটি অনুরোধ জানানো হচ্ছে। দলনিবন্ধনের জন্য যোগাযোগ করুন নিচের নাম্বারে
নুরুল আবছার – 01815302132 খায়ের – 01862182669 সেলিম -01837050550 রাফি – 01819976314 মোঃ ইউনুস – 01889529500।
ভয়েস/আআ