সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চট্টগ্রামে ৯ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ৮ জনের মৃত্যুদণ্ড

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামে প্রায় তিন বছর আগে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আট জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জামিউল হায়দার এ রায় ঘোষণা করেন।

মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. বেলাল হোসেন ওরফে বিজয় (১৮), মো. রবিউল ইসলাম ওরফে রুবেল (১৬), মো. হাছিবুল ইসলাম ওরফে লিটন (২৬), মো. আকসান মিয়া প্রকাশ হাসান (১৮), মো. সুজন (২০), মেহেরাজ প্রকাশ টুটুল (৩২), আয়শা মমতাজ মহলের কেয়ারটেকার মনিরুল ইসলাম মনু (৪৯) ও শাহাদাত হোসেন সৈকত (১৯)।

এদের মধ্যে শাহাদাত হোসেন সৈকত পলাতক। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এম এ নাসের বলেন, অপরাধ প্রমাণিত হওয়ায় ৮ জন আসামিকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা করেছে আদালত।

প্রসঙ্গত, আকবরশাহ এলাকার ফাতেমাতুজ জোহরা হেফজুল কোরআন মহিলা মাদ্রাসার ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল ফাতেমা আক্তার মীম। তাদের বাসা আকবরশাহ এলাকার কনকর্ড সি-ওয়ার্ল্ডেড রাজা কাশেমের কলোনিতে।

২০১৮ সালের ২১ জানুয়ারি রাত ১০টার দিকে আকবরশাহ এলাকার আয়শা মমতাজ মহল নামে একটি ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির পাশ থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় শিশু মীমের মা রাবেয়া বেগমের করা ধর্ষণের পর হত্যা মামলায় ৮ জনের বিরুদ্ধে ২০১৯ সালে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা।

এজহারভুক্ত ৮ জনের মধ্যে ৭ জন আসামিই কারাগারে আছেন। এ ঘটনায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন রাষ্ট্রপক্ষ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION