শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কক্সবাজার শিশু একাডেমী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে শিশু একাডেমীর উদ্যোগে চিত্রাংকন, রচনা ও সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। উক্ত রচনা প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করেছে অংকুর দাশ। দিবসটি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা চত্ত্বরে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সাংষ্কৃতিক অনুষ্ঠানে পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র অংকুর দাশের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমানসহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, অংকুর দাশ এর আগে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করেছিল। তাছাড়া সে বিভিন্ন ধর্মীয় প্রতিযোগিতায় সকলের আর্শিবাদ নিয়ে কৃতিত্ব অর্জন করে চলেছে। অংকুর দাশ তার পথচলা এগিয়ে নিতে সকলের আর্শিবাদ কামনা করেছে।
ভয়েস/আআ