বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
সৌদি আরবের আকাশে শুক্রবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে রবিবার। সৌদি আরবের একটি উচ্চ পর্যায়ের কাউন্সিল এ ঘোষণা দেয়।
তারা জানায়, সৌদি আরবের আকাশে কোনো চাঁদ দেখা যায়নি। এবার ৩০ রোজা রাখতে হবে। আর ঈদ হবে ২৪ মে, অর্থাৎ রবিবার। মাস হবে ৩০ দিনের। তুরস্কসহ বেশ কয়েকটি দেশেও রবিবার ঈদুল ফিতর পালিত হবে। সূত্র: গালফ নিউজ।
জাতীয় চাঁদ দেখা কমিটি আগামী শনিবার পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক বসবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। সূত্র:দেশরূপান্তর।
ভয়েস/জেইউ।