বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চারিত্রিক গুনাবলী অর্জনের জন্য দ্বীনি শিক্ষার বিকল্প নেই- মাওলানা নূরী

প্রেস বিজ্ঞপ্তি:

বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব আল্লামা মামুনুর রশীদ নূরী বলেছেন, ইসলামের দৃষ্টিতে শিক্ষা কোন একটি স্তরে গিয়ে থেমে যায় না। জ্ঞান অর্জন ও শিক্ষাদান বিষয়ে ইসলাম সর্বদাই উৎসাহ প্রদান করেছে এবং মানবীয় জ্ঞানের সকল শ্রেণীকে অন্তর্ভূক্ত করেছে। তিনি আরো বলেন, প্রত্যেক মুসলিম নর-নারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। এই ফরজ কোন বিশেষ ব্যক্তি, শ্রেণী বা জাতির জন্য সীমাবদ্ধ নয় বরং এটা হচ্ছে এমন একটি সার্বজনীন অধিকার যেটা ঐসব মানুষকে অন্তর্ভক্ত করে যারা জীবনের আলো পেতে চায়।
মাওলানা নূরী আরো বলেন, শিশুরা হচ্ছে জাতির প্রস্ফুতিব্য ফুল এবং উম্মাহর কীর্তিমান মর্যাদার শাসনকে সংরক্ষিত রাখার একমাত্র মাধ্যম। তাই শিশুদেরকে শৈশবেই আদব ও শিষ্টাচার শিক্ষা দেয়া অপরিহার্য। যাতে করে শিশুরা প্রশংসনীয় কর্ম ও সুন্দর চরিত্রে সজ্জিত হয়ে উঠে দেশ ও জাতির নেতৃত্বেদানে যোগ্যতা অর্জন করতে পারে। তিনি সন্তানদের চারিত্রিক গুণাবলী অর্জনের জন্য সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।
মাওলানা নূরী মুসলিম শিশুদেরকে শৈশবে ইসলামের বুনিয়াদী শিক্ষার গুরুত্বারোপ করে আরো বলেন , তাদের সুগঠিত, জীবন্ত ও বর্ধনশলি করে গড়ে তোলার জন্য প্রচলিত পাঠ্যসূচীর চাইতে কোরআন হাদিস তথা দ্বীনি বুনিয়াদী শিক্ষার জন্য পিতা মাতাকে সবচেয়ে বেশী অগ্রনি ভুমিকা রাখতে হবে।
অদ্য বিকালে সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া আনওযারুল কুরআন নূরানী মাদরাসার বার্ষিক মিলাদুন্নবী (সা:) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বাঁশবাড়িয়া আনওয়ারুল কুরআন নূরানী মাদরাসার ময়দানে বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক মাহফিলে আরো বক্তব্য রাখেন বারখাইন জামেয়া জমহুরিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা নাসির উদ্দিন আনোয়ারী, মাওলানা নিজাম উদ্দিন নিজামী, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার প্রতিষ্ঠাতা শাহসূফী মাওলানা মুহামম্দ আলমগীর।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION