রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্পি ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী এবং ছেলে করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর আগে সোমবার তার করোনা ধরা পড়ে। তিনি এরুপর ধানমন্ডির বাসায় আইসোলেশনে ছিলেন।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ইমেরিটাস অধ্যাপক ডা. সৈয়দ আনোয়ারুল হাফিজ রবিবার গণমাধ্যমকে তার স্ত্রী ও ছেলের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বেলেন, ডা. জাফরুল্লাহর স্ত্রী শিরীন হক মোটামুটি ভালো আছেন। বেশ জ্বর আছে। শ্বাসকষ্ট নেই। তাদের ছেলে বারিশ চৌধুরীও ভালো আছেন। তারও কোনো সমস্যা নেই।
ডা. আনোয়ারুল হাফিজ বলেন, বারিশ চৌধুরী একটু নার্ভাস। কারণ, বাবা-মা দু’জনই করোনায় আক্রান্ত। নিজেও আক্রান্ত। বাড়িতে তিনি একা কী করবেন। এই চিন্তা থেকেই তিনিও বাবা-মাসহ হাসপাতালে থেকেই চিকিৎসা নিতে চাচ্ছেন’, বলেন ডা. সৈয়দ আনোয়ারুল হাফিজ।
তিনি বলেন, এখন তার পরিবার ও আমরা চাচ্ছি হাসপাতালেই তাদের রাখা হোক। আমরা চাচ্ছিলাম, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যেতে। কিন্তু, ডা. জাফরুল্লাহ তা চাচ্ছেন না। এটাও ডা. জাফরুল্লাহ চৌধুরীর বড় একটা গুণ যে তিনি বলেন, আমি এ হাসপাতাল তৈরি করেছি, আমি এখানেই চিকিৎসা করাব। যদি মরতে হয়, এখানেই মরব। সূত্র:দেশরূপান্তর।
ভয়েস/জেইউ।