বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:
পোষা বেড়াল অরিওর মর্মান্তিক মৃত্যুতে ফেসবুক লাইভে এসে কেঁদে ফেললেন ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরী।রবিবার সন্ধ্যায় পূজার পোষা বেড়াল অরিও ৯ তলার বারান্দা থেকে পড়ে মারা যায়। প্রায় চার বছর পূজার পরিবারের সদস্য হিসেবে ছিল অরিও।
ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে দুঃসংবাদটি ভাগাভাগি করতে গিয়ে কেঁদে ফেলেন পূজা।
লাইভে কাঁদতে কাঁদতে পূজা বলেন, ‘আপনারা জানেন যে অরিও আমার খুব প্রিয় ছিল। প্রায় চার বছর ধরে ওকে আমি পালছি। অরিও ইজ নো মোর। আমি ভাবতেও পারিনি যে সে এত তাড়াতাড়ি মারা যাবে।’
পূজার ধারণা, বারান্দা থেকে পা পিছলে নিচে পড়ে গিয়েছিল অরিও। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন পূজা। সে সময় পাশে তার ভাবি ও মা দুজনকেই কাঁদতে দেখা যাচ্ছিল।
পূজার ভাষ্য, ‘চার বছর ধরে আমরা একসঙ্গে আছি। আজকে সকালেও তাকে আমি গোসল করিয়েছি। কিন্তু কী হলো জানি না। আমার বাবার রুমের পাশের বারান্দা থেকে পড়ে গেছে বা লাফ দিয়েছে। লাফ দেওয়ার কথা নয়, সে নিয়মিতই ওদিক দিয়ে ঘুরে এসে আমার কাছে বসে, কথা বলে। কিন্তু আর ফিরে এলো না।’সঙ্গে সঙ্গে পূজারা নিচে নেমে যায়। গিয়ে ক্ষতবিক্ষত বেড়ালটিকে নিয়ে বাসায় আসেন। জানান, প্রিয় প্রাণীটিকে সমাহিত করবেন দ্রুত।
এইচএসসি পরীক্ষায় পাস করার পর আইন বিষয়ে ভালো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন পূজা। পাশাপাশি সিনেমার কাজও চালিয়ে যাচ্ছেন। মুক্তির অপেক্ষায় আছে তার ‘গলুই’, ‘শান’ ও ‘হৃদিতা’ ছবিগুলো। সম্প্রতি শুটিং শুরু করেছেন ‘নাকফুল’ শিরোনামে আরও একটি ছবির।
ভয়েস/আআ