বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:
আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘সাবরিনা’য় অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন নাজিয়া হক অর্ষা। এ নিয়ে তিনি কথা বলেছেন।
সাড়া…
কাজ করার সময় কখনই বোঝা যায় না, এই কাজটা ভালো হবে না মন্দ হবে। কাজ করার সময় কাজের গতিতেই কাজ করেছি। তখন সাড়া ফেলবে কি ফেলবে না এসব মাথায় আসেনি। সাড়া পাওয়ায় ভালো লাগছে।
প্রস্তুতি…
সাবরিনায় কাজের জন্য আমাদের কথা হচ্ছিল গত বছরের অক্টোবর থেকেই। গল্পটা কী বা কেমন সেটা বলেননি। আমি গল্প জানতাম না। পরে নভেম্বর ডিসেম্বরের দিকে এসে গল্পের লেয়ারটা জানতে পারি, জানুয়ারির দিকে শুটিং শুরু হয়। আশফাক নিপুণ কখনো গল্পটা খোলাসা করেন না। শুটিংয়ে এসে গল্পের ডিটেইলগুলো জেনেছি। ফলে ওই অর্থে আমি প্রস্তুতি নিইনি। আমি জাস্ট ট্রাই করেছি। নিপুণ ভাই কীভাবে চায়, ক্যারেক্টারটা কেমন, সেটা বোঝার চেষ্টা করেছি। অনেক বেশি দেখা, জানা একটা ক্যারেক্টার। ফলে আমি ডাউন অ্যাক্টিং করার চেষ্টা করেছি।
প্রস্থেটিক মেকআপ…
প্রস্থেটিক মেকআপ নিয়ে কাজ করা খুব ধৈর্যের বিষয়। খুব ধৈর্য ধরে কাজটা করেছি। পুরো শুটিংয়ে আমাকে এই মেকআপটা নিতে হয়েছিল পাঁচবার। একেক দিন একেক লেয়ারে মেকআপটা নিতে হয়েছে। একেবারে আর্লি গিয়ে ওই মেকআপটা নিতে হয়। সতর্ক থাকতে হয়েছে সবসময়। কোনো সময়ে কাপড়-চোপড়ে লেগে ঝামেলা হতে পারে বা ব্যান্ডেজটার কারণে ঝামেলা হতে পারে। শুধু আমি নই, প্রস্থেটিক মেকআপের পুরো টিমটাই কষ্ট করেছে। ওরা সব সময় আমার আশপাশেই ছিল। সব সময় সতর্ক নজর রেখেছে কোথাও সমস্যা হচ্ছে কিনা। এটা আমার জন্য সবচেয়ে কষ্টকর একটা অভিজ্ঞতা ছিল।
ইন্তেখাব দিনারের সঙ্গে…
দিনার ভাইয়ের সঙ্গে এর আগেও অনেক কাজ করেছি। টিভিতে নাটক, সিরিয়ালে কাজ করেছি। তার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা রয়েছে, ভালো মুহূর্ত রয়েছে। ওটিটি আসার পর দিনার ভাইকে নতুন করে মানুষ মূল্যায়ন করছেন। কিন্তু এসব যদি বাদ দিয়ে বলি, তাহলে বলব যে তিনি কখনো বুঝতে দেন না যে তিনি এত পাওয়ারফুল অভিনেতা। সব সময় সহজ থাকেন। আমরা রিহার্সেলের সময় ভেবেছি শওকত এভাবে কথা বললে সাবরিনা ওইভাবে কথা বলবে। আমরা ওইভাবেই রিহার্সেল করেছি। আমি কখনো মাথাতেই নিইনি যে আমি দিনার ভাইয়ের সঙ্গে অভিনয় করছি। আর দিনার ভাইয়ের বৈশিষ্ট্যও ওইটাই যে তিনি সব সময় স্বাভাবিক থাকেন এবং সেই স্বাভাবিকভাবেই সিন করে ফেলেন। খুবই ভালো পারফর্মার। দুর্দান্ত একজন অভিনেতা।
দুই সাবরিনা…
আমি কারও সঙ্গে নিজের তুলনা করতে চাই না। আর অভিনয়ের কোনো কম্পেয়ার হয় না। প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা। প্রত্যেকটা ক্যারেক্টারই তার জায়গা থেকে ভালো করেছে। আমি দেখেছি মেহজাবীন অনেক কষ্ট করে তার ক্যারেক্টারটা কন্টিনিউ করেছে। ভয়ংকর ডেডিকেশনের সঙ্গে সে ডাক্তার সাবরিনার চরিত্র রূপায়ণ করেছে। সে খুবই পাংচুয়াল ছিল। টাইমলি এসেছে, টাইমলি গেছে। সবার সঙ্গে বোঝাপড়া করেছে। আমি মেহজাবীনের সঙ্গে মেডিকেল টার্ম নিয়েও আলোচনা করেছি। এই ওয়েব সিরিজের দুই নামের দুজন সাবরিনার ঘটনাচক্রে একত্রিত হলেও এই দুইটা ক্যারেক্টার টোটালই ভিন্ন। একটার সঙ্গে আরেকটার মিল নেই। ফলে আমাদের দুই চরিত্রকে তুলনা করার কিছু নেই। মানুষ কেন তুলনা করছে জানি না।
ভয়েস/আআ