বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
সরকারি প্রকল্পের খরচ কমাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকের পর সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
এ সময় তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতি মাথায় রেখে খরচ কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্পের গুরুত্ব অনুযায়ী প্রকল্পগুলোকে ৩টি ক্যাটাগরিতে ভাগ করতে বলা হয়েছে। এর মধ্যে ক্যাটাগরি এ-এর পুরো অর্থ ব্যবহার করা যাবে। ক্যাটাগরি বি-এর আওতায় প্রকল্পের সর্বোচ্চ ৭৫ ভাগ ব্যবহার করা যাবে। আর ক্যাটাগরি সি-তে থাকা প্রকল্পগুলো আপাতত স্থগিত রাখতে বলা হয়েছে।
কোন প্রকল্প কোন ক্যাটাগরিতে থাকবে সে বিষয়ে মন্ত্রণায়গুলোই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এছাড়া কর্মকর্তাদের গাড়ি ব্যবহারের ক্ষেত্রেও নির্দেশ দেয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
ভয়েস/জেইউ।