বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, কেউ কেউ উন্নয়নের গণতন্ত্র নামে গণতন্ত্রের অপব্যাখ্যা দিতে চান। তাদের বক্তব্য, আগে উন্নয়ন পরে গণতন্ত্র। আসলে উন্নয়নের গণতন্ত্র নামে কোনো কিছুই নেই। উন্নয়নের গণতন্ত্র নামে জাতির সঙ্গে প্রতারণা চলছে।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন জিএম কাদেরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন চিকিৎসক ডা. মঞ্জুর এ খোদা।
জাপা চেয়ারম্যান বলেন, গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রবেশদ্বার। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব নয়। গণতন্ত্র নিশ্চিত হলে দেশের উন্নয়ন, সুশাসন নিশ্চিত হবে। গণতন্ত্র নিশ্চিত হলেই গণমানুষের সব অধিকার নিশ্চিত হবে।
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের সব অধিকার নিশ্চিত করতেই জাতীয় পার্টির রাজনীতি বলেও উল্লেখ করেন জিএম কাদের।
ভয়েস/জেইউ।