মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকার পর বছরটা হার দিয়ে শুরু করেছিল প্যারিস সেইন্ট জার্মেই। দুই সপ্তাহের ব্যবধানে আবারও হারের মুখ দেখেছে তারা। আজ রাতে লিগ ওয়ানের ম্যাচে রেঁনেসের বিপক্ষে ১-০ গোলে হেরেছে তারা।
কিলিয়ান এমবাপ্পেহীন ম্যাচে ছিলেন লিওনেল মেসি ও নেইমার। তবুও কোনো সুযোগ সৃষ্টি করতে পারেনি তারা। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। গোল শূন্য থেকেই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ৬৫ মিনিটের হামারি ত্রাউরে গোল করে এগিয়ে যায় রেঁনেস। সেই গোলে শেষ হয় খেলার নির্ধারিত সময়। তাতে পিএসজির বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
অথচ ম্যাচের পুরো ৬৫ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছিল পিএসজি। মাত্র ৩৫ শতাংশ সময় বল পেয়েছিল রেঁনেস। উভয় দল আটটি করে শট নিলেও পিএসজির লক্ষ্য বরাবর নেয় মাত্র একটি শট। অন্যদিকে রেঁনেস নেয় ছয়টি শট।
তবে ম্যাচ হারলেও পয়েন্ট তালিকায় যথারীতি শীর্ষে অবস্থান করছে পিএসজি। ১৯ ম্যাচ খেলে ১৫ জয়ে তাদের পয়েন্ট ৪৭। অন্যদিকে এই ম্যাচ জিতে নিয়ে রেঁনেস চলে এসেছে তালিকার পাঁচে। ১১ জয়ে তাদের পয়েন্ট এখন ৩৭।
ভয়েস/আআ