বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আজ জিয়ার ৮৭তম জন্মবার্ষিকী, বিএনপির কর্মসূচি

ভয়েস নিউজ ডেস্ক:

১৯ জানুয়ারি বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই দিনে বগুড়া জেলায় গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি।

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী পূর্বঘোষিত কর্মসূচি পালন করবে বিএনপি ও দলের অঙ্গ- সহযোগী সংগঠনসমূহ।

জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৯৭১ জিয়াউর রহমান প্রথমে মুক্তিযুদ্ধের ১নং সেক্টরে এবং পরবর্তীতে ‘জেড ফোর্স’ ব্রিগেডের কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনা করেন।

মির্জা ফখরুল বলেন, একজন সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করলেও জিয়াউর রহমানের জীবনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দেশের সব সংকটে তিনি ত্রাণকর্তার ভূমিকায় বার বার অবতীর্ণ হয়েছেন। দেশকে সংকট থেকে মুক্ত করেছেন, অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। যুদ্ধ শেষে আবার পেশাদার সৈনিক জীবনে ফিরেছেন।

এদিকে, এ উপলক্ষে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা ১১টায় শেরেবাংলা নগরে প্রয়াত নেতার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।

বৃহস্পতিবার বিকেল ৩টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ‘ড্যাব’র সহযোগিতায় ফ্রি মেডিক‌্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করেছে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি।

অপরদিকে, জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া গাবতলীর বাগবাড়ি গ্রামে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি নিয়েছে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION