বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে সাবরাং ইউনিয়নে মেছো বাঘের দুই বাচ্চা উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

টেকনাফে মেছো বাঘের দুইটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। আজ শনিবার উপজেলার সাবরাং ইউনিয়নের আছারবনিয়া এলাকার একটি করাতকল থেকে মেছো বাঘের বাচ্চা দুটি উদ্ধার করা হয়।

খবর পেয়ে বন কর্মকর্তারা মেছো বাঘের বাচ্চা দুটি নিজেদের হেফাজতে নিয়েছেন। বিকেলের দিকে বাচ্চা দুটি চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তরের জন্য নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে বন বিভাগ।

টেকনাফ উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বশির আহম্মদ খান মেছো বাঘের বাচ্চা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

করাতকলের মালিক মোস্তাক আহম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে বাচ্চা দুটিকে করাতকলের কাঠের স্তূপের ভেতরে পাওয়া যায়। উদ্ধারের পর জানা যায়, এ দুটি মেছো বাঘের বাচ্চা।’

উপকূলীয় বন কর্মকর্তা বশির আহম্মদ খান বলেন, ‘বাচ্চা দুটির বয়স এক মাসের মতো হবে। কোনো খাবার খাচ্ছে না। বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনা মতে, এগুলো চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তরের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘কোনো না কোনো কারণে বাচ্চা দুটি মায়ের কাছ থেকে আলাদা হয়ে লোকালয়ে চলে এসেছে।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION