বুধবার, ০৯ Jul ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে ৯ দিনে ৭৮৭ মিলিমিটার বৃষ্টিপাত, অর্ধশতাধিক গ্রামে জলাবদ্ধতা হিমছড়ি সৈকতে ভেসে গিয়ে নিখোঁজ দুই শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার শহর গ্রামে বেড়েছে চোরের উপদ্রব মহেশখালীর সব্বির আহমেদ, আব্দুল জলিল ও মৌলানা ইলিয়াসের মৃত্যুতে ডক্টর হামিদুর রহমান আযাদের শোক হোয়াইট হাউসের ধন্যবাদ পেল পাকিস্তানের সেনাপ্রধান ‘ভালো’ বলা পর্যবেক্ষকদের আগামী নির্বাচনে পর্যবেক্ষণে না নেয়ার ইঙ্গিত সিইসির এসএসসির ফল প্রকাশ ১০ জুলাই দুপুর ২টায় প্রধান উপদেষ্টা ও তাসনিম জারাকে নিয়ে কটুক্তিকারী মেকানিক রেজাউল বরখাস্ত হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু কক্সবাজারে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত

রংপুর রাইডার্সকে অবিশ্বাস্য ম্যাচ জেতালেন সোহান

খেলাধুলা ডেস্ক:

শেষ ৬ বলে ২৬ রানের প্রয়োজন ছিল রংপুর রাইডার্সের। হাতে ছিল ৩ উইকেট। সেই কঠিন সমীকরণটাই পরে কী অবিশ্বাস্যভাবেই না মিলিয়ে দিলেন নুরুল হাসান সোহান।

কাইল মায়ার্সের করা শেষ ওভারে ৬, ৪, ৪, ৬, ৪, ৬ নিয়ে রুদ্ধশ্বাস এক জয় এনে দিলেন সোহান।
সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৩ উইকেটের অবিশ্বাস্য জয় এনে দিলেন রংপুরের অধিনায়ক। শেষ বলে ৬ হাঁকানোর পর উদযাপনটাও ছিল দেখার মতো। জয়ের নায়ককে ধরতে কিংবদন্তি উসাইন বোল্টের মতো দৌড় দিলেন ডাগআউটে থাকা খেলোয়াড়রা। যেন কে আগে ম্যাচের নায়ককে স্পর্শ করবেন সেই প্রতিযোগিতায় নামেন তারা।

এর আগে শেষ ১২ বলে ৩৯ রান প্রয়োজন ছিল রংপুর রাইডার্সের। হাতে ছিল ৬ উইকেট। জাহানদাদ খানের প্রথম দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন খুশদিল শাহ।
তবে ফিরতি বলে আউট হওয়ায় সেই সম্ভাবনা আবার মিইয়ে যায়। একই ওভারে আরো দুই উইকেট নিয়ে বরিশালকে তো প্রায় জয় এনে দিয়েছিলেন পাকিস্তানি পেসার। তবে শেষ ওভারে বরিশালের মুখ থেকে জয়টা যেন ছিনিয়ে নিলেন সোহান।

সিলেটে ১৯৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রংপুর। দলীয় ৪ রানের সময় এবারের বিপিএলে দুর্দান্ত ছন্দে থাকা অ্যালেক্স হেলস।
২১৮ রানে নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় রান সংগ্রাহক আউট হয়েছেন আজ ১ রানে। তবে আরেক ওপেনার তৌফিক খান তুষার দ্বিতীয় উইকেটে সাইফ হাসানের সঙ্গে ৩৭ রানের জুটি শুরুর ধাক্কা সামলান।

অবশ্য খুব বেশিক্ষণ দলের হাল ধরতে পারেননি দুজনই। ৩৮ রান করা তৌফিকের বিপরীতে ২২১ রানে টুর্নামেন্টের শীর্ষ রানসংগ্রাহক সাইফ আউট হন ২২ রানে। এতে দলীয় ৬৬ রানে ৩ উইকেট হারানো রংপুরের জন্য জয় পাওয়াটা কঠিন হয়ে দাঁড়ায়।

সেই কঠিন কাজটাই পরে সহজ করেন দুই পাকিস্তানি ব্যাটার ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ। চতুর্থ উইকেটে ৯১ রানের জুটি গড়ে। তবে শেষে গিয়ে সমীকরণটা আর মেলাতে পারেননি তারা। ১৮তম ওভারে বল করতে এসে মাত্র ৩ রান দিয়ে ইফতিখারকে আউট করেন শাহীন শাহ আফ্রিদি। সমান ৩ ছয় ও চারে ৪৮ রানে আউট হন পাকিস্তানের ব্যাটার।

পরের ওভারের প্রথম দুই বলে জোড়া ছক্কা হাঁকিয়ে খুশদিল জয়ের সম্ভবনা জাগালেও স্বদেশী জাহানদাদের বলে আউট হলে সুতোয় ঝুলতে থাকে ম্যাচ। সেই ম্যাচ পরে অধিনায়ক সোহানের বীরত্বে জিতল রংপুর। ৫ ছক্কা ও ২ চারে ৪৮ রানে ড্রেসিংরুমে ফেরেন খুশদিল। এতে টানা ছয় ম্যাচে ছয় জয় রংপুরের।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION