রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
মালয়েশিয়া-থাইল্যান্ড সামুদ্রিক সীমান্তের কাছে আজ রবিবার মিয়ানমার, বাংলাদেশ ও রোহিঙ্গা সম্প্রদায়ের অবৈধ অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। তবে এখন পর্যন্ত ছয়জন জীবিত এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) মালয়েশিয়ার সমুদ্র কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
মালয়েশিয়ার কেদাহ ও পার্লিস রাজ্যের সমুদ্র কর্তৃপক্ষের পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল রোমলি মুস্তাফা জানান, নৌকাটি মিয়ানমারের বুথিডং থেকে প্রায় ৩০০ জনকে বহনকারী একটি জাহাজের অংশ ছিল, পরে চোরাকারবারিরা মালয়েশিয়ার জলসীমার কাছাকাছি আসার পর তাদের তিনটি ছোট নৌকায় স্থানান্তরিত করে। তিন দিন আগে, যখন তারা সীমান্তের দিকে এগিয়ে আসছিল, তখন দলটিকে সিন্ডিকেট বিভক্ত করে তিনটি ছোট নৌকায় স্থানান্তরিত করে।
মালয়েশিয়ার কেদাহ পুলিশ প্রধান দাতুক আদজলি আবু শাহ জানান, লাংকাউইয়ের সাগর থেকে উদ্ধার হওয়া জীবিতদের মধ্যে তিনজন মিয়ানমারের পুরুষ, দুইজন রোহিঙ্গা পুরুষ এবং একজন বাংলাদেশি পুরুষ রয়েছেন। তবে মরদেহটি একজন রোহিঙ্গা নারীর।
তিনি আরো জানান, অন্য দুটি নৌকার অবস্থা জানা যায়নি। মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) ও মেরিন পুলিশ ফোর্সের (পিপিএম) সহায়তায় আরো হতাহত এবং বাকি নিখোঁজ নৌকাগুলোকে খুঁজে বের করার জন্য একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।
বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা প্রায়ই নির্যাতনের শিকার হয় এবং তাদের দক্ষিণ এশিয়ার অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে দেখা হয়, যার ফলে তাদের নাগরিকত্ব অস্বীকার করা হয় এবং তারা পালিয়ে যেতে বাধ্য হয়।
ভয়েস/আআ