মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৭:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সংসদ নির্বাচনে ড্রোন ও পোস্টার নিষিদ্ধ, আচরণবিধি জারি

ভয়েস নিউজ ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কঠোর আচরণবিধি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন বিধিমালা অনুযায়ী ভোটের প্রচারে পোস্টার ও ড্রোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে বিদেশে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো যাবে না।

সোমবার (১০ নভেম্বর) ইসির জারিকৃত আচরণবিধিতে বলা হয়েছে- একজন প্রার্থী তাঁর নির্বাচনী এলাকায় সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন, যার দৈর্ঘ্য হবে সর্বোচ্চ ১৬ ফুট এবং প্রস্থ ৯ ফুট। আলোকসজ্জা ও পলিথিন বা পিভিসি জাতীয় উপকরণ ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রচারে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

কঠোর শাস্তির বিধান
আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা দেড় লাখ টাকা জরিমানা করা যাবে। কোনো দল আচরণবিধি লঙ্ঘন করলে তাদেরও একই অঙ্কের অর্থদণ্ড দেওয়া হতে পারে। গুরুতর অপরাধের ক্ষেত্রে তদন্তসাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও ইসির হাতে থাকবে।

সামাজিক মাধ্যমে কঠোর নজরদারি
প্রার্থী বা তাদের এজেন্টরা সামাজিক মাধ্যমে প্রচারণা চালাতে পারবেন, তবে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট, ইমেইল ও আইডি আগে থেকেই রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে। অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার, মিথ্যা বা বিভ্রান্তিকর কনটেন্ট, ঘৃণাত্মক বক্তব্য বা প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচার—সবই নিষিদ্ধ করা হয়েছে।

নির্বাচনী প্রচারে ধর্মীয় বা জাতিগত অনুভূতির অপব্যবহার, নারী বা সংখ্যালঘুদের লক্ষ্য করে আক্রমণাত্মক ভাষা ব্যবহার এবং চরিত্র হননের প্রচেষ্টা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

বিদেশে প্রচার নিষিদ্ধ
আচরণবিধি অনুযায়ী, কোনো রাজনৈতিক দল বা প্রার্থী বিদেশে জনসভা, পথসভা বা প্রচারণা চালাতে পারবে না। প্রচারের সময় ড্রোন, কোয়াডকপ্টার বা অনুরূপ যন্ত্র ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

একমঞ্চে ইশতেহার ঘোষণা
প্রথমবারের মতো নির্বাচনী ইশতেহার ঘোষণার ক্ষেত্রে নতুন নিয়ম আনা হয়েছে। প্রতিটি আসনে সব প্রার্থীকে এক মঞ্চে ইশতেহার ঘোষণা করতে হবে, যা আয়োজন করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। প্রার্থী ও দল উভয়কেই আচরণবিধি মানার অঙ্গীকারনামা দিতে হবে।

পোস্টাল ভোটে প্রযুক্তির ব্যবহার
এবারের নির্বাচনে প্রথমবারের মতো আইটি-সমর্থিত পোস্টাল ভোটিং চালু হচ্ছে। প্রবাসী ভোটারসহ তিন শ্রেণির ভোটার ডাকযোগে ভোট দিতে পারবেন।

আইন সংস্কারের শেষ ধাপ
ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন, ভোটার তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন, সাংবাদিক নীতিমালা ও দেশি-বিদেশি পর্যবেক্ষণ নীতিমালাসবই হালনাগাদ করা হয়েছে। নতুন আচরণবিধি গেজেট আকারে প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনী আইন সংস্কারের চূড়ান্ত ধাপ সম্পন্ন হলো।

নির্বাচন কমিশনের এক কর্মকর্তা বলেন, “পরিবেশবান্ধব প্রচারণা, স্বচ্ছ ব্যয়ব্যবস্থা এবং প্রযুক্তির অপব্যবহার রোধের মাধ্যমে ন্যায়সঙ্গত ও আধুনিক নির্বাচনই এবারের মূল লক্ষ্য।”

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION