বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সাকী মাহবুব:
মানবজাতির জন্য মহান আল্লাহ যে সর্বশ্রেষ্ঠ আদর্শ পাঠিয়েছেন, তিনি হলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তার জীবন শুধু ইবাদতের ক্ষেত্রেই নয়, বরং পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিকসহ প্রতিটি ক্ষেত্রেই পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। অনেকেই মনে করেন, ঘরের কাজ শুধু নারীর দায়িত্ব, অথচ রাসুলুল্লাহ (সা.) নিজেই ঘরের কাজে অংশ নিতেন। তিনি ছিলেন একজন আদর্শ স্বামী, পিতা ও গৃহকর্তা। রাসুল (সা.)-এর পরিবার ছিল স্নেহ, শ্রদ্ধা ও সহযোগিতার বন্ধনে আবদ্ধ। স্ত্রীদের সঙ্গে তিনি সদাচরণ করতেন, তাদের সম্মান দিতেন, সুখ-দুঃখে পাশে থাকতেন এবং সংসারের সব কাজে সাহায্য করতেন।
নবীজি (সা.) নিজের জুতা ছিঁড়ে গেলে তা নিজেই সেলাই করতেন। কাপড় ছিঁড়ে গেলে সেলাই করতেন, যাতে পরিবারকে কষ্ট করতে না হয়। তিনি দুধ দোহানো, পানি বহন, ঘর ঝাড়– দেওয়া, এমনকি রান্নার কাজেও স্ত্রীদের সহযোগিতা করতেন। নবীজি (সা.) ঘর গোছানো এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিতেন। তিনি নিজেও তাতে অংশ নিতেন।
হজরত আয়েশা (রা.) বলেন, ‘নবীজি (সা.) নিজের কাজ নিজে করতেন। তিনি নিজের জুতা নিজেই সেলাই করতেন, কাপড় সেলাই করতেন এবং ঘরের অন্যান্য কাজ করতেন।’ (সহিহ বুখারি)
আয়েশা (রা.) আরও বলেন, ‘নবীজি (সা.) ঘরের কাজকর্মে আমাদের সাহায্য করতেন। যখন নামাজের সময় হতো, তখন তিনি নামাজের জন্য বের হয়ে যেতেন।’ (সহিহ বুখারি)
আজ অনেক পুরুষ মনে করে, ঘরের কাজ করা তার মর্যাদার পরিপন্থি। অথচ নবীজি (সা.) ছিলেন সৃষ্টির শ্রেষ্ঠ মানব, তিনিও ঘরের কাজে অংশ নিতেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক শুধু দায়িত্বের নয়, বরং ভালোবাসা ও সহযোগিতার বন্ধন। নবীজি (সা.) সেটার আদর্শ স্থাপন করেন। তিনি কখনো স্ত্রীদের অধীন মনে করেননি, বরং তাদের সহযোগী হিসেবে দেখেছেন। সংসার গড়ার জন্য এই মনোভাব অপরিহার্য। আজকের যুগে অনেক পরিবার ভেঙে যাচ্ছে পারস্পরিক শ্রদ্ধা ও সহানুভূতির অভাবে। যদি স্বামী-স্ত্রী পরস্পরকে সাহায্য করে, একজন আরেকজনের দায়িত্ব বুঝে নেয়, তাহলে পরিবারে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। নবীজি (সা.) আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তিনি শুধু মসজিদে নয়, ঘরের মধ্যেও একজন অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন। তার জীবনের এই দিকটি আজকের সমাজে বেশি করে আলোচনার দাবি রাখে। ঘরের কাজে নবীজি (সা.)-এর অংশগ্রহণ আমাদের শেখায়, গৃহস্থালি কাজ কোনো লজ্জার বিষয় নয়, বরং তা নবীজি (সা.)-এর সুন্নত ও সম্মানের কাজ।
লেখক : ইসলামবিষয়ক গবেষক ও শিক্ষক
ভয়েস/আআ/সূত্র: দেশ রুপান্তর