মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ৫৪ হাজার ৩৮০ পিস ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার, একটি ট্রাক ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। উদ্ধার হওয়া এসব ইয়াবার মূল্য প্রায় ৭ কোটি ৭১ লাখ টাকা। শনিবার র্যাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন-মো. ইসমাঈল (৩৮), সুমি আক্তার (২৫), মো. ইমাম হোসেন মজুমদার (২৬), মো. মীর হোসেন (২৯), মো. আরাফাত হোসেন (২৩), মো. ইমরান (২৬)। বাকি দুইজন অপ্রাপ্তবয়স্ক কিশোর।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, পৃথক অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরীর বায়েজিদ, বাকলিয়ার শাহ আমানত সেতু এলাকা, বাঁশখালী ও পটিয়া থানা এলাকা থেকে দুই কিশোরসহ ৮ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোট ১ লাখ ৫৪ হাজার ৩৮০ পিস ইয়াবা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার, একটি ট্রাক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া এসব ইয়াবার মূল্য প্রায় ৭ কোটি ৭১ লাখ টাকা।
ভয়েস/আআ