মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমেদ শফির মরদেহ পৌঁছানোর আগেই লোকে লোকারণ্য দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণসহ পুরো হাটহাজারী এলাকা। এ যেন মানুষের মহাসমুদ্র।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এমন দৃশ্য চোখে পড়ে পুরো হাটহাজারী উপজেলাজুড়ে। শুধু চট্টগ্রাম নয় দেশে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন লাখো ভক্ত অনুসারীরা।
আল্লামা শফির জানাজায় যোগ দিতে আসা জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে বাস স্টেশন থেকে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃংখলা বাহিনী। পুরো এলাকাজুড়ে বাড়ানো হয়েছে আইনশৃংখলা বাহিনীর তৎপরতা। মোতায়েন করা হয়েছে র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যদের। ১০ প্লাটুন বিজিবি সদস্য আছেন হাটহাজারী, পটিয়া, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে। এছাড়া ৪ উপজেলায় দায়িত্ব পালন করছেন ৭জন ম্যাজিস্ট্রেট।
ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা মাওলানা ইউসুফ বলেন, হুজুরের ইন্তেকালের খবর শুনে জানাজায় যোগ দিতে রাতেই রওনা দিয়েছি। সকালে এসে পৌঁছেছি হাটহাজারীতে। বাস স্টেশন থেকে পুরো এলাকায় গাড়ি চলাচল বন্ধ। অনেকটা পথ হেঁটে মাদ্রাসায় যেতে হচ্ছে।
ভয়েস/আআ