শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০২:২৩ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারস্থ কুতুবদিয়া নাগরিক পরিষদ ও কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ( মাষ্টার শাহাদাত) এর মা লায়লা বেগম ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি…..রাজেউন)।
রোববার ( ২০ সেপ্টেম্বর) ভোর পাঁচ ঘটিকায় কুতুবদিয়া উপজেলার মধ্যম আমজাখালী গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
আজ সকাল ১০ টায় মরহুমার জানাজা বাড়ির পার্শ্ববর্তী মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এবং পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরহুমা লায়লা বেগম মধ্যম আমজাখালীর মরহুম আলতাফ হোসেনের স্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।
তিনি আরো জানান, পরিবারে তাঁর পাঁচ ছেলে, তিন মেয়ে, নাতি নাতনিসহ অনেক আত্মীয় স্বজন রয়েছেন।
এদিকে মরহুমা লায়লা বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন কক্সবাজার সাংবাদিক ইউনিটি, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাব, কুতুবদিয়া নাগরিক পরিষদ, পরিবর্তন চট্টগ্রামসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। পাশাপাশি নেতৃবৃন্দ মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতিবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।
ভয়েস/আআ