শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ট্রাম্প ও স্ত্রীর করোনার খবরে বিশ্ব পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব

(FILES) In this file photo taken on September 11, 2020 US President Donald Trump and First Lady Melania Trump return to Joint Base Andrews in Maryland. - US President Donald Trump said early on October 2, 2020 that he and First Lady Melania had tested positive for the coronavirus. (Photo by Brendan Smialowski / AFP)

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনাভাইরাসে আক্রান্তের খবর প্রকাশের পর বিশ্বের অধিকাংশ পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্র, এশিয়া ও ইউরোপে লেনদেনের সূচক নিম্নমুখী হয়ে পড়েছে। সেই সঙ্গে কমেছে জ্বালানি তেলের দাম।

ঘনিষ্ঠ এক উপদেষ্টার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময় শনিবার সকালে) ট্রাম্প নিজেই টুইট করে জানান, ছোঁয়াচে এই ভাইরাসে তিনি ও স্ত্রী মেলানিয়াও আক্রান্ত। তারা দুজনই এখন হোয়াইট হাউসে কোয়ারেন্টাইনে আছেন।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র প্রধানের করোনা আক্রান্তের খবর নিম্নমুখী হয়ে পড়েছে বিশ্বের অধিকাংশ পুঁজিবাজারের লেনদেন সূচক। যুক্তরাষ্ট্রে শেয়ারবাজারে লেনদেন কমেছে ১.৯ শতাংশ।

বিশ্বের অন্যতম সেরা পুঁজিবাজারে জাপানের নিক্কেইয়ে লেনদেন কমেছে শূন্য দশমিক ৭ শতাংশ। এ ছাড়া সিডনি, সিঙ্গাপুর ও ব্যাংককে লেনদেন কমেছে এক শতাংশের বেশি। আর ইন্দোনেশিয়ার জাকার্তায় পুঁজিবাজারে ধস এসেছে লাল তালিকায়।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ৩১ দিন আগে ট্রাম্পের করোনায় আক্রান্তের খবরে ইউরোপের পুঁজিবাজারগুলোতেও লেনদেন নেতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে বলে এএফপি’র খবরে বলা হয়েছে। লন্ডনে স্টোক মার্কেটে লেনদেন কমেছে শূন্য দশমিক ৭ শতাংশ, ফ্রাঙ্কফুর্টে কমেছে শূন্য দশমিক ৯ শতাংশ, প্যারিসে কমেছে শূন্য দশমিক ৮ শতাংশ।

কভিড-১৯ মহামারির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম এমনিতেই নিম্নমুখী। ট্রাম্পের আক্রান্তের খবরের পর জ্বালানি তেলের দাম আরও কমেছে।

আগের দিনের তুলনায় শুক্রবার জ্বালানি তেলের দাম কমেছে প্রায় ৩ শতাংশ পর্যন্ত। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ২ দশমিক ৪২ শতাংশ কমে ব্যারেল প্রতি দাম দাঁড়ায় ৩৯ দশমিক ৯৪ ডলার। যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২.৪৩ শতাংশ কমে ব্যারেল প্রতি দাম দাঁড়ায় ৩৭ দশমিক ৭৮ ডলার।

এ ছাড়া বিশ্বজুড়ে অনেকে জ্বালানি তেলের কোম্পানিগুলোর শেয়ারের দাম কমেছে। অস্ট্রেলিয়ার বিচ এনার্জির শেয়ারের দাম কমেছে ৬.৩৭ শতাংশ, সান্তোস এনার্জির দাম কমেছে ৫.৪৭ শতাংশ এবং জাপানের ইনপেক্সের দাম কমেছে ৩.০৭ শতাংশ।

শেয়ারবাজারে লেনদেনে ভাটা পড়া এবং জ্বালানি তেলের দাম কমার পাশাপাশি অনেক অনেক মুদ্রার বিপরীতে ডলারের মানও কমেছে বলে সংবাদমাধ্যমের খবরগুলোতে বলা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION