শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রামুতে কৃষকের মাঝে হারভেস্টার গাড়ি বিতরণ করলেন সাংসদ কমল

ভয়েস প্রতিবেদক:

করোনাভাইরাসের প্রভাবে ধান কাটার জন্য শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় জমির ফসল ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা।

এরই পরিপ্রেক্ষিতে চলতি মৌসুমে কৃষকরা যাতে সঠিক সময়ে জমির ধান কেটে ঘরে তুলতে পারেন সে লক্ষ্যে সরকারি ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ধান কাটার অত্যাধুনিক মেশিন কম্বাইন হারভেস্টার গাড়ি বিতরণ করা হচ্ছে।

সারাদেশের ন্যায় কক্সবাজারের বিভিন্ন উপজেলায়ও শুরু হয়েছে ধান কাটা। এর অংশ হিসেবে মঙ্গলবার রামু উপজেলার কৃষকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ধান কাটার অত্যাধুনিক মেশিন এই হারভেস্টার গাড়ি স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করেন তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

এসময় জেলা-উপজেলা কৃষি কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন। কৃষি যন্ত্রপাতিতে সহায়তা বাস্তবায়ন ও মনিটরিং সেলের তত্ত্বাবধানে পরিচালক বাজেটের আওতায় ২০১৯-২০২০ অর্থবছরে উন্নয়ন সহায়তার লক্ষ্যে সরকারি ৫০% ভর্তুকি মূল্যে কৃষকের মাঝে ধান/গম কাটা ও মাড়াইয়ের জন্য ধান কাটার অত্যাধুনিক মেশিন এই কম্বাইন হারভেস্টার গাড়ি বিতরণ চলমান রয়েছে।

ভয়েস/ আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION