মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
চট্টগ্রাম নগরীতে বিরোধের জেরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে বাকলিয়া থানাধীন ভেড়া মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মো. তৈয়ব (৪০) কর্ণফুলী এলাকার বাসিন্দা। তিনি নতুন ফিসারিঘাট এলাকায় শ্রমিক হিসেবে কাজ করেন।
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন জানান, ভেড়া মার্কেটের কলোনিতে এক নারীর সঙ্গে বিরোধ ছিল তৈয়বের।সন্ধ্যায় ওই নারীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে সেখানে কয়েকজন লোক তৈয়বকে মারধর ও ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।ওসি আরও বলেন, কি কারণে এই ঘটনা এবং কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
ভয়েস/আআ