শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। এদিকে পূর্ব-মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে।
এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
এদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর থেকে বিদায় নিয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; খুলনা, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। পরবর্তী দুদিন আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বলা হয়, বৃষ্টিপাতের প্রবণতা ও রাতের তাপমাত্রা কমতে পারে।
ভয়েস/আআ