শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
করোনার কারণে বিশ্বের সব কিছু থমকে গেছে। মানুষের স্বাভাবিক জীবন আগের মতো নেই। কেউ ঘর থেকে সহজে বের হতে পারছে না, কাজেও যেতে পারছে না। স্কুল-কলেজ বন্ধ থাকায় শিশু-কিশোররা স্বাভাবিক পড়ালেখা করতে পারছে না। মাঠে গিয়ে খেলাও করতে পারছে না তারা। তাই মাঠগুলো প্রায় ফাঁকা। এ সুযোগে চড়াইল খেলার মাঠের চিত্র পাল্টে দিয়েছে কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ পরিবার। এ যেন লকডাউনে প্রাণ ফিরে পেয়েছে চড়াইল খেলার মাঠ।
সরেজমিন কালিন্দী ইউনিয়নের চড়াইল খেলার মাঠে গিয়ে দেখা যায়, চারদিকে সবুজের সমাহার। মাঠটির উন্নয়নে কাজ করছে কয়েকজন শ্রমিক। কেউ কেউ ঘাস কাটছে কেউ পানি ছিটাচ্ছে, কেউ আগাছা পরিষ্কার করছে। ২ মাস আগের মাঠের চিত্র আর এখনকার মাঠের চিত্র ভিন্ন।
দূর থেকে দাঁড়িয়ে শ্রমিকদের কাজের দৃশ্য দেখছিল সাদমান নামের এক কিশোর। তিনি জানান, আগে ঘাস ছিলো না পরিষ্কার ছিলও না মাঠটি। এখন মাঠে খেললে আগের মতো ব্যাথা পাবে না, ঘাসে ভরা মাঠ দেখতেও খুব সুন্দর লাগছে।
এ বিষয়ে জানতে চাইলে মাঠের কাজের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা সাবেক ছাত্রলীগ নেতা মো. ইয়ামিন জানান, ২৫ মার্চ থেকে লকডাউনের পর মাঠটি খালি ছিল। এরপর কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নূর ইসলাম বাচ্চু নূর, আমিসহ স্থানীয় ওয়ার্ড মেম্বার আরিফ, ঝুমুর হোসেন ঝুমু, মো. রাজা, মো. সিরাজ, রাসেল, শরীফ, রাজীবসহ স্থানীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা মাঠটির বিষয়ে ভাবি এবং পরিচর্যার সিদ্ধান্ত নেই। এরপর আমরা মাঠটিতে ঘাস লাগাই এবং নিয়মিত পরিচর্যা করতে থাকি। ১ মাস পরে মাঠটির রূপ পরিবর্তন হয়। এখোনো কাজ চলমান রয়েছে। সূত্র:দেশরূপান্তর।
ভয়েস/জেইউ।