শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রোহিঙ্গা সমস্যার সমাধান সহজ নয়-ইইউ রাষ্ট্রদূত

রোহিঙ্গা, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

রোহিঙ্গা সমস্যার সমাধান সহজ নয় এবং এজন্য ইউরোপিয়ান ইউনিয়নের পাশাপাশি সব দেশকে এগিয়ে আসতে হবে। ইইউ ডেলিগেশনের রাষ্ট্রদূত রেনসে তেরিংক বুধবার (২ ডিসেম্বর) ঢাকায় অনুষ্ঠিত ‘ডিক্যাব টক’-এ একথা বলেন।

তিনি বলেন, ‘অনেকে বলে থাকেন যে, ইইউ যথেষ্ট করছে না, কিন্তু অন্য দেশগুলো মিয়ানমারে কী করছে, সেটি লক্ষ করেন।’

চীন, ভারত ও আসিয়ান দেশগুলো মিয়ানমারকে সমর্থন করছে জানিয়ে রেনসে তেরিংক বলেন, ‘আমার মনে হয়, সব আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে।’

ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘এটি শুধু ইইউর বিষয় না, অন্য দেশগুলোকেও এগিয়ে আসতে হবে। কিন্তু কোথায় তারা?’

মিয়ানমারে নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘ দেশটিতে গত মাসে নির্বাচন হয়েছে। সেখানে গণতন্ত্র সবে শুরু হয়েছে। নির্বাচনের পর কী অবস্থা হবে, সেটি এখনও দেখার বিষয়। তবে রোহিঙ্গা সমস্যার সমাধান সহজ নয়।’

ওআইসির অধীনে যেটি হচ্ছে সেটি ভালো, কিন্তু আরও অনেক কিছু করার প্রয়োজন আছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের কাছে যা আছে সেটি আমরা ব্যবহার করছি। শুধু তা-ই না, মানবাধিকার কাউন্সিলসহ বিভিন্ন ফোরামে প্রত্যাবাসন নিয়ে আমরা কথা বলছি এবং মিয়ানমারের সঙ্গেও আলোচনা করছি।’

অনুষ্ঠানে ইতালিয়ান রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াটা, সুইডিশ রাষ্ট্রদূত বার্গ ভন লিন্ডে, ড্যানিশ রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসন, স্প্যানিশ রাষ্ট্রদূত ফ্রান্সিসকো বেনিটেজ এবং নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভেরওয়েজ উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION