শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

১৯ জানুয়ারি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ-চীন-মিয়ানমার বৈঠক

ভয়েস নিউজ ডেস্ক:

রোহিঙ্গা ইস্যুতে ঢাকায় মিয়ানমার-চীনের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক হবে ১৯ জানুয়ারি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বুধবার (১৩ জানুয়ারি) ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ৮ লাখ ৪০ হাজার রোহিঙ্গার ডাটাবেইজ তৈরি করে মিয়ানমারের নিকট হস্তান্তর করেছে। তবে মিয়ানমার মাত্র ৪২ হাজার শনাক্ত করেছে। তবে রোহিঙ্গাদের নিতে মিয়ানমারের সদিচ্ছার অভাব রয়েছে।

তিনি বলেন, গত বছর জানুয়ারিতে এ নিয়ে শেষ বৈঠক হয়। তারপর মহামারি ও দেশটির নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে তারা আলোচনা পিছিয়েছে। তবে এবার সচিব পর্যায়ে বৈঠকে কিছু ভালো সিদ্ধান্ত আসবে বলে আমি মনে করি। সূত্র:বার্তা২৪।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION