শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
দৈনিক সাগরদেশ পত্রিকায় প্রকাশিত- “সৈকতে মাহবুব সিন্ডিকেটের দৌরাত্ম বৃদ্ধিঃ অতিষ্ট ব্যসায়ীরা।”
শীর্ষ সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সুগন্ধা পয়েন্ট ভ্রাম্যমান ফিস ফ্রাই ব্যবসায়ী সমিতি। গত ১৭ জানুয়ারী দৈনিক সাগরদেশ পত্রিকায় বীচকর্মী মাহবুবের বিরোদ্ধে যে সব অভিযোগে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা ভিত্তিহীন। এ ধরনের সংবাদ উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট। আমরা এই মিথ্যা সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। বীচ কর্মীরা কখনো আমাদের কাছ থেকে কোন ধরনের টাকা নেয় নি। বিচ কর্মীদের জড়িয়ে এ ধরনের সংবাদ প্রকাশ করা আমাদের ব্যবসায়ীদের বিরোদ্ধে ষড়যন্ত্র। সাগরপাড়ের ফিস ফ্রাই পর্যটকদের কাছে একটি প্রিয় খাবার। তারা এই খাবার খেতে বীচে আসে, আনন্দ করে। আমরা পর্যটক আকর্ষণে ও পর্যটন বিকাশে কাজ করছি। আমাদের ব্যবসা বন্ধ করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে যাচাই বাচাই করে তথ্য ভিত্তিক বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ করছি।
বিনীত-
সুগন্ধা পয়েন্ট ভ্রাম্যমান ফিস ফ্রাই ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।