সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কক্সবাজারে ২১ জন নতুন সহকারী সার্জনের যোগদান

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারে ২১ জন নতুন সহকারী সার্জন যোগদান করেছেন। ৩৯ তম (বিশেষ) বিসিএসে উত্তীর্ণ হয়ে তারা প্রথম কর্মস্থল হিসেবে কক্সবাজারে নিয়োগ পান। যা জেলার স্বাস্থ্য বিভাগের জন্য মাইলফলক মনে করা হচ্ছে।
নতুন নিয়োগ পাওয়া ডাক্তারর গত ১২ মে কক্সবাজার সিভিল সার্জন অফিসে যোগদানপত্র দেন।
সিভিল সার্জন অফিস সুত্র জানিয়েছে- নবাগতরা রামু, চকরিয়া ও উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করবেন।
এদিকে, নতুন যোগদানকৃত সহকারী সার্জনদের জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়েছে।
১৩ মে দুপুরে এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ মাহবুবুর রহমান।
এ সময় তিনি চাকুরির জন্য নয়, মানবিকতা ও মানবসেবার লক্ষ্যে দায়িত্ব পালনে নবাগত সহকারী সার্জনদের আহবান জানান।
কক্সবাজার সিভিল সার্জন অফিসে ওই অনুষ্ঠানে মেডিকেল অফিসার ডাঃ সৌনম বড়ুয়া, প্রধান সহকারী মোঃ রফিকুল ইসলাম ও ষ্টেনোগ্রাফার মোঃ ওসমান গনি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION